E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশ সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না’

২০১৫ অক্টোবর ২৬ ১৮:৪১:৫৩
‘দেশ সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না’

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দেশ কখনও কোন ভাবেই সন্ত্রাসবাদের কাছে মাথানত করবেনা। আন্তর্জাতিক ভাবে সন্ত্রাস নির্মূল করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

ঢাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লার বাগেরহাটের কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের পালপাড়ায় বাড়িতে সোমবার দুপুরে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যখন দেশে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের দন্ড কার্যকর হওয়া প্রায় আসন্ন এই রকম একটি সময়কে বেছে নেওয়া হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং সাধারন মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য। এদুটিকে বিচ্ছিন্ন হিসাবে দেখলে হবে না। আমার মনে হয় এগুলোর মধ্যে অন্তনিহিত সম্পর্ক রয়েছে। এজন্য সরকারকে আরও বেশি সচেতন হতে হবে।

সোমবার দুপুরে নিহত ইব্রাহীম মোল্লার বাড়িতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান পৌঁছে প্রথমে মরহুমের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারকে সান্তনা দেন। এসময় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা দ্রুত প্রকৃত হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(একে/এএস/অক্টোবর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test