E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতালেও আখাউড়া স্থলবন্দর স্বাভাবিক

২০১৫ নভেম্বর ২৩ ১৩:৫৫:০৮
হরতালেও আখাউড়া স্থলবন্দর স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সারাদেশে ডাকা জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কোনো প্রভাব পড়েনি। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী এই স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকেই আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, আখাউড়া স্থলবন্দরে হরতালের কোনো প্রভাব পড়ছে না। সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিক ও পাথরবাহী বেশ কয়েকটি ট্রাক আগরতলা প্রবেশ করেছে বলেও জানান তিনি।

এদিকে হরতালে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থলবন্দরের শুল্ক বিভাগ ও ইমিগ্রেশন পুলিশ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রতিবাদে এ হরতাল ডেকেছে জামায়াত।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test