E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৫ ডিসেম্বর ০৮ ১৫:০৫:০৪
নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনী প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবেই তাদের ভূমিকা পালন করছে। সরকার তাদের কার্যক্রমের ওপর কোনো প্রভাব বিস্তার করছে না।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফেনী সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মত-বিনিময়কালে আসন্ন পৌর নির্বাচনে কমিশনের ভূমিকার ব্যাপারে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারোর রক্ত চক্ষুকে ভয় করেন না। তিনি দক্ষ, দূরদর্শী ও দেশপ্রেমিক। দেশের কল্যাণই তার কাছে গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ-পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে নিরাপদ। এদেশে জঙ্গি, মৌলবাদীদের আধিপত্য খুব সামান্য। বিশ্বের নিরাপদ রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫ তম।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার যখন নিরাপদ মনে করবে তখনই ফেসবুক খুলে দেবে। দেশের মানুষের জান-মালের নিরাপত্তার জন্য এটি বন্ধ করা হয়েছে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম,পরশুরাম উপজেলা চেয়ার কামাল মজুমদার, দাগনভূঞাঁ উপজেলা চেয়্যারম্যান দিদারুল কবির রতন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test