E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইকোটের নির্দেশে রানীশংকৈল পৌরসভা নির্বাচিন স্থগিত

২০১৫ ডিসেম্বর ১০ ১১:৪৩:৪১
হাইকোটের নির্দেশে রানীশংকৈল পৌরসভা নির্বাচিন স্থগিত

রানীশংকৈল প্রতিনিধি : সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় ঠাকুরগাওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে হাইকোর্ট। একজন কাউন্সিলর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একে এম সাহিদুল হকের হাইকোট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষনার বৈধতা চ্যালেঞ্জ করে বর্তমান ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম চলতি সপ্তাহে এক রিট আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে মঙ্গল ও বুধবার শুনানি হয়। আদালতে রিট আবেদনকারীর আইনজীবি হিসেবে ছিলেন নুরুল ইসলাম সুজন ও মাহফুজুল আলম মুন্না। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবি কামরুন মাহমুদ দীপা বলে জানা যায়।

সীমানা নির্ধারণ ও গেজেট প্রকাশ না করে তফসিল ঘোষনা কেন বেআইনি ঘোষনা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। এছাড়াও স্থানীয় সরকার সচিব,প্রধান নির্বাচন কমিশনার, ঠাকুরগাও জেলা প্রশাসকসহ বিবাদীদের ২ সপ্তাহের মধ্যে আরোপকৃত রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে রিটকারী শরিফুল ইসলাম বলেন, এটি আমি জনস্বার্থে করেছি, না হলে অনেক ভোটারেই পৌরসভার কথিত সীমানার মধ্যে থেকে আবার পৌর কর পরিশোধ করেও পৌর নির্বাচনে ভোট দিতে পারছিল না।

এ নিয়ে রানীশংকৈলের মেয়র কউিন্সিলর প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ প্রসঙ্গে রানীশংকৈল সহকারী রিটানিং অফিসার রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা এখনোা কোন লিখিত নির্দেশনা পাইনি। তবে আমরাও সংবাদ মাধ্যমে জেনেছি এ খবরটি।

(কেএএস/এইচআর/ডিসেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test