E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর হয়েছে’

২০১৬ জানুয়ারি ০১ ১৫:৩৫:৩২
‘শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর হয়েছে’

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়ে আসছে। এটি বিশ্বের মধ্যে একটি অনন্য উদাহরণ। এর ফলে বছরের প্রথম দিন থেকেই প্রতিটি শিক্ষার্থী নতুন বই নিয়ে পড়া শোনা শুরু করতে পারছে। আর এতে শিক্ষার্থীদের মধ্যে দূর হয়েছে ধনী ও দরিদ্রের বৈষম্য। বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার।’

ঝালকাঠিতে শুক্রবার সকালে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উপলক্ষে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন আমু।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ উৎসবে বেলা ১১টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক এবং সাড়ে ১১টায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন শিল্পমন্ত্রী।

জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আবজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলার ৩২৭টি প্রাথমিক, ১৯৩টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যায়ল এবং ১২৪টি মাদ্রাসার এক লাখ ৭৯ হাজার ১৯ শিক্ষার্থীকে মোট ১৬ লাখ ১৩ হাজার ৫৭৯ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়।

(ওএস/এইচআর/জানুয়ারি ০১, ২০১৬)



পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test