E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে’

২০১৬ জানুয়ারি ০৫ ১৫:২৯:৫৪
‘২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে’

টাঙ্গাইল প্রতিনিধি : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ২০১৭ সালের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। তিনি মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বিএনপির ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস সম্পর্কে বলেন, বিএনপি রাজনৈতিক ভুল সিদ্ধান্তে চালিত হচ্ছে। তাই তারা আজকে গণতন্ত্র হত্যা দিবস পালন করছে। আমি মনে করি, আজ গণতন্ত্র হত্যা নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধার দিবস।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ প্রগতি ও উন্নয়নকে সমর্থন দিচ্ছে। এরই ধারাবাহিকতা বজায় থাকলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে সরকার গঠন করবে।

এসময় তিনি আরও বলেন, ডাক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এজন্য সব ডাকঘর পুনঃনির্মাণ করা হবে। এই ডাকঘরের মাধ্যমে ই-ক্যাশ সার্ভিস চালু করা হবে বলেও মন্ত্রী জানান। এর ধারাবাহিকতায় ডাক বিভাগের জন্য ইতোমধ্যে ১১৮টি যানবাহন কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এর আগে, মন্ত্রী স্থানীয় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভায় যোগ দেন। সভায় কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। সভায় দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজুলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ লায়ন এম শিবলী সাদিক প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০১৬)


পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test