E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একনেকে পদ্মা প্রকল্পসহ ১০ প্রকল্প অনুমোদন

২০১৬ জানুয়ারি ০৫ ১৬:৫৩:৩৫
একনেকে পদ্মা প্রকল্পসহ ১০ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দশটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, একনেক বৈঠকে পদ্মা প্রকল্পসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৩ হাজার ১৮৫ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ২৯২ কোটি ৫৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ২২ কোটি ৩২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৮৭০ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় করা হবে।

এছাড়া স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৭৮২ কোটি ১৩ লাখ টাকা। গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প, যার ব্যয় ১২৯ কোটি ৭৩ লাখ টাকা। বিলুপ্ত ছিটমহল সমূহের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ব্যয় ১৮০ কোটি ৫৯ লাখ টাকা। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও জোরদারকরণ প্রকল্প, এতে ব্যয় হবে ৫২ কোটি ২৫ লাখ টাকা। ৪৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি শক্তিশালীকরণ প্রকল্প, বাগেরহাট জেলার পোল্ডার নং-৩৬/১ এর পুনর্বাসন প্রকল্প, এর ব্যয় ২৮২ কোটি ৮৩ লাখ টাকা, নিউ হরিপুর পাওয়ার প্লান্ট ডেভেলপমেন্ট প্রোজেক্ট (লংটাম সার্ভিস এগ্রিমেন্ট এন্ড আদার সাপোর্ট সার্ভিসেস ফর হরিপুর ৪১২ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট) প্রকল্প, ব্যয় ৮০৭ কোটি ৫৫ লাখ টাকা। বিটাকের কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে টেস্টিং সুবিধাসহ টুল ইন্সটিটিউট স্থাপন প্রকল্প, এর ব্যয় ৭২ কোটি ২৬ লাখ টাকা। ভাণ্ডার জুড়ি পানি সরবরাহ প্রকল্প, এর ব্যয় ১ হাজার ৩৬ কোটি ৩০ লাখ টাকা। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, যাতে ব্যয় ২৮ কোটি ৭৯৩ লাখ ৩৯ হাজার টাকা।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০১৬)


পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test