E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিজামী স্বাধীনতা যুদ্ধকে ধর্মযুদ্ধে পরিণত করেছিলেন’

২০১৬ জানুয়ারি ০৬ ১১:১৬:২৮
‘নিজামী স্বাধীনতা যুদ্ধকে ধর্মযুদ্ধে পরিণত করেছিলেন’

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় আপিলে বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন মানবতাবিরোধী ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর তুরিন আফরোজ।

তিনি বলেন, ‘নিজামী স্বাধীনতা যুদ্ধকে ধর্মযুদ্ধে পরিণত করেছিলেন। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি চলে না, চলবে না। এ রায়ের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নির্মমতা ফুটে উঠেছে। মূলত এ মামলায় সুপিরিয়ন রেসপনসিবিলিট হিসেবে জাজমেন্ট দেওয়া হয়েছে।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার সকালে নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সন্তোষ প্রকাশ করে এ সব কথা বলেন তুরিন আফরোজ।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test