E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনস্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

২০১৬ জানুয়ারি ১২ ১২:৩৩:৫৭
জনস্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার : সরকারি মালামাল ক্রয়-বিক্রয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এসপিও মো. মনিরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধ আনীত অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুদকের সহকারী পরিচালক মো. ফারুখ আহম্মেদকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এসপিও মো. মনিরুজ্জামান চৌধুরী দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি মালামাল ক্রয়-বিক্রয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাত করেন। ২০১৫ সালের ডিসেম্বর মাসে দুদকে আসা এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক মো. ফারুখ আহম্মেদকে অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। আর দুদক উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল হককে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে সাভারে অবস্থিত আইমনি সোয়েটার ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

(ওএস/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test