E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্যানারি মালিকরা

২০১৬ জানুয়ারি ১২ ১৩:০০:৩৬
শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্যানারি মালিকরা

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের বিষয়টি নিয়ে কথা বলতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে বসেছেন ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’র (বিএফএলএলএফইএ) নেতারা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে শিল্পমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে বসেন তারা।

বৈঠকে বিএফএলএলএফইএ'র সভাপতি মহিউদ্দিন মাহমুদ মাহিনসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে রবিবার হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে নিতে ব্যর্থ হলে কারখানা বন্ধসহ শিল্পনগরীতে কারখানা মালিকদের নামে প্লট বরাদ্দও বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন আমির হোসেন আমু।

এদিকে, ট্যানারি মালিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও, সে সিদ্ধান্ত থেকে শিল্পমন্ত্রী সরে আসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে মঙ্গলবারের এই বৈঠক থেকে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test