E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ হওয়ার আহবান

২০১৬ জানুয়ারি ১২ ১৭:১৭:২৪
দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ হওয়ার আহবান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সাধারণ জনগনকে সজাগ হওয়ার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আমি সেলিম ওসমান টাকা খাই না। কাউকে টাকা খেতেও দিবো না।

অনেকে আছেন টি আর, কাবিখার বরাদ্দ এনে কাজ সম্পন্ন করেন না। আর এলাকার মানুষ মুখে আঙ্গুল দিয়ে বসে থাকেন। আপনারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন। টিআর, কাবিখার বরাদ্দ টাকা নিয়ে দুর্নীতি হলে খবরটা আমার কান পর্যন্ত পৌছে দিবেন। আমি জীবনে তোয়াক্কা করি না। কান ধরে জনগনের উন্নয়নের টাকা আদায় করবো।

মঙ্গলবার সকাল ১১টায় খেয়াঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারে ময়মনসিংহ পট্টি ৫২টি অসহায় পরিবারকে পূর্ণবাসনের টাকা প্রদান অনুষ্ঠানে তিনি সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।

ময়মনসিংহ পট্টি অসহায় পরিবারের প্রত্যেককে পূর্ণবাসনের জন্য ৫০ হাজার করে টাকা এবং তাদেরকে অন্যত্র বাসাভাড়া করে থাকার জন্য তিন মাসের ভাড়া বাবদ ৪হাজার ৫’শ টাকা। ৫০ হাজার টাকা আগামী ৩ মাসের জন্য এফডিআর হিসেবে আইএফআইসি ব্যাংকে রক্ষিত থাকবে। প্রতি মাসে বাসা ভাড়া বাবদ তারা প্রত্যেক ১৫’শ টাকা করে তুলে নিয়ে যেতে পারবে। তিন মাস পর যদি কোন ব্যক্তি ৫০ হাজার টাকা তুলে নিয়ে যেতে চায় তাহলে তারা সেই টাকা তুলে নিয়ে যেতে পারবে।

পূর্ণবাসনের পাশাপাশি প্রতিটি পরিবারকে সাবলম্বী করে গড়ে তুলতে তাদের প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সেলিম ওসমান বলেন, ৩ মাস পর যারা টাকা নিয়ে চলে যেতে চাইবেন তারা চলে যেতে পারবেন। আর যারা দুটি সমিতির মাধ্যমে থাকবেন ভবিষ্যতে আমি চেষ্টা করবো তাদের জন্য আরও কিছু সহযোগীতা করার। আপনারা যদি মনে করেন এই টাকা দিয়ে আপনারা জমি না কিনে কয়েকজনের টাকা একত্রে করে সমবায়ের ভিত্তিতে ব্যবসা করবেন তাহলে আইএফআইসি ব্যাংক থেকে আপনাদের সম্পূর্ন সহযোগীতা করবে এসএমই লোন সহ হাউজ লোন পর্যন্ত সকল সহযোগিতা করা হবে।

যদি আপনারা কোন পণ্যের কারখানা করতে চান তাতেও ব্যাংক এবং বন্দরের আওয়ামীলীগ, জাতীয়, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে আপনাদের জন্য নতুন করে বাজার সৃষ্টি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও বন্দরের সমরক্ষেত্রে যে দোকান তৈরি করা হবে সেখানেও আপনাদের তৈরি পন্য বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা দেওয়া হবে।

সেলিম ওসমান আরও বলেন, আমি রাজনীতি করি না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি একজন শ্রমিক পাশাপাশি আমি একজন মালিকও। আমি যা পারি অন্যান্য সংসদ সদস্যদের সেই সুযোগ নেই। আমার পাশে আমার ব্যবসায়ী সহযোগীরা রয়েছে। আমি নাসিম ওসমানের স্থানে কাজ করতে এসেছি। নাসিম ওসমান যে সকল মানুষ গুলোকে ভালোবাসতেন আমি তার সেই সকল প্রিয় মানুষ গুলোকে ভালোবাসতে চাই, তাদের ভালোবাসা পেতে চাই। নাসিম ওসমানের জন্য আপনাদের কাছে দোয়া পেতে চাই। আপনাদের দোয়ায় যেন আমার ভাই জান্নাতবাসী হয়।

বন্দরের রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, বন্দরে অনেক অপরাজনীতি হয়েছে। একে অন্যের পকেটে ইয়াবা দিয়ে বাড়িতে বোমা রেখে মামলার আসামী বানাতে চেয়েছেন। এই অপরাজনীতি সম্পূর্নভাবে বন্ধ করতে হবে। ট্রাক ভরে ভরে লোক নিয়ে মিছিলে নেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে। ওই সকল মানুষ গুলোকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। আমি চাই আমার বন্দরে কোন মানুষ বেকার থাকবে না। কোন সন্তান অশিক্ষিত থাকবে না। আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন একটি করে মানুষকে সাবলম্বী করার জন্য কাজ করে যাবো। আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন এখনও বাস্তবায়ন করতে পারিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ গড়তে হবে। আমি মানুষ গড়ার জন্য কাজ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার কিবরিয়া, বন্দর শাখার ম্যানেজার মনির হোসেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।

(বিডি/এএস/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test