E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না'

২০১৬ জানুয়ারি ১২ ২০:৩৮:৩৬
'মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না'

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কারও কোনো কটাক্ষ সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটি দলের নেত্রী ও তার নেতারা মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া ৩০ লাখ শহীদের প্রতি কটাক্ষ করেছেন, শহীদ বুদ্ধিজীবীদের অপমান করেছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষকারী খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘৃণ্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সবাইকে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। যারা দেশের ইতিহাসকে বিকৃত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। দেশ যখন উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দোসররা আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

কেউ যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ওয়াদা ছিল যুদ্ধাপরাধীদের বিচার করার। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, রায় কার্যকর করা হচ্ছে, কেউই বিচার বাধাগ্রস্ত করতে পারবে না।

‘যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’ তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির আসল উদ্দেশ্য হলো জঙ্গিবাদ উসকে দেওয়া, যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, রাজাকার-আলবদরদের রক্ষা করা।

পৌর নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গত সপ্তাহে শান্তিপূর্ণভাবে ২২৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

‘নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করেছেন, জঙ্গি ও পেট্রোল বোমাবাজদের প্রত্যাখ্যান করেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।’

(ওএস/পি/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test