E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সমৃদ্ধ দেশ গড়তে সকলের সর্বাত্মক সহযোগিতা চাই'

২০১৬ জানুয়ারি ১২ ২০:৫৮:০৯
'সমৃদ্ধ দেশ গড়তে সকলের সর্বাত্মক সহযোগিতা চাই'

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশের দিকে নিয়ে যেতে সকলের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আশাবাদী এবং আত্মবিশ্বাসী দেশবাসীকে সাথে নিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করব, ইনশাআল্লাহ। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই।’

তিনি বলেন,‘গ্যালোপের হোপ ইনডেক্সে এসেছে, সুইজারল্যান্ডের পরেই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে আশাবাদী মানুষের দেশ।’ শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের এক ঐতিহাসিক দিকসন্ধিক্ষণে দাঁড়িয়ে। আসুন, দল-মত ও বিভক্তির ঊর্ধ্বে উঠে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখি। দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করি। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি আমরা। কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।‘

তিনি বলেন, ‘আমরা বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবোই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো, ইনশাআল্লাহ্।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা, তাদের ভাগ্যের পরিবর্তন করা। আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা দিয়েছে। গণতন্ত্র দিয়েছে। যখনই সরকার গঠন করেছে দেশের উন্নয়ন করেছে।’

‘রূপকল্প ২০২১’ প্রতিষ্ঠার করার ওয়াদার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ২০০৮ সালে বলেছিলাম, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো।’

(ওএস/পি/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test