E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পোশাক শিল্পের বিরুদ্ধে কাজ করছে এনজিও’

২০১৬ জানুয়ারি ১৩ ১৪:১৮:৩১
‘পোশাক শিল্পের বিরুদ্ধে কাজ করছে এনজিও’

স্টাফ রিপোর্টার : দেশের কিছু এনজিও পোশাক শিল্পের বিরুদ্ধে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

বুধবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স সোর্সিং ফেয়ার ও গ্যাপেক্সপো- ২০১৬ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

যতই দিন যাচ্ছে ততই পোশাক শিল্পের উদ্যোক্তাদের বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন আনিসুল হক।

তিনি বলেন, দেশের পোশাক শিল্পের বিরুদ্ধে কিছু এনজিও কাজ করছে। পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বী দেশগুলোও বসে নেই। তারাও বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে কাজ করছে। এমন পরিস্থিতিতে এ শিল্পের উদ্যোক্তাদের বাজারে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে।

সরকারের সহায়তা ছাড়া এ শিল্প কিছুতেই সামনের দিকে এগুতে পারবে না। পোশাক শিল্পের উদ্যোক্তাদের সরকারের নীতিগত সহায়তা আবশ্যক বলে জানান মেয়র আনিসুল।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ খাতে রফতানিমুখী প্রায় ১৩শ’ শিল্প পার্ক গড়ে উঠেছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি রাফেজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই’র প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test