E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণের নিরাপত্তা চেয়ে আইজিপিকে গভর্নরের চিঠি

২০১৬ জানুয়ারি ১৩ ১৭:২০:৪৮
জনগণের নিরাপত্তা চেয়ে আইজিপিকে গভর্নরের চিঠি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে নির্যাতনের পর মহাপুলিশ পরির্দশক (আইজিপি) একেএম শহীদুল হকের কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

জনগণের নিরাপত্তা চেয়ে পাঠানো চিঠির বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিরাপরাধ গোলাম রাব্বী নিজের পরিচয়পত্র দেখানোর পরও মোহাম্মদপুর থানার এসআই মাসুদ অমানুষিক নির্যাতন ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

ঘটনার পরে এসআই মাসুদকে ওই থানা থেকে প্রত্যাহার করার জন্য পুলিশের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান গভর্নর।

এ ঘটনার পর শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাই নয়, দেশের কোনো মানুষই যেন পুলিশের নির্যাতনের শিকার না হয়। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বী গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে মোহাম্মদপুর থেকে কল্যাণপুরের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুর এলাকার একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বের হচ্ছিলেন।

হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’ তিনি অস্বীকার করলে ওই পুলিশ সদস্য তাকে এসআই মাসুদের কাছে নিয়ে যান। এসআই মাসুদও তাকে বলেন, তার কাছে ইয়াবা আছে। অস্বীকার করায় টহল গাড়িতে তুলে নেয় পুলিশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয় পাওয়ার পর তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় এসআই মাসুদ তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। টাকা না দিলে ক্রসফায়ারের নামে হত্যা করে বেড়িবাঁধে ফেলে রাখার হুমকিও দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে খবর পেয়ে সহকর্মী ও পরিচিতরা গেলে রাব্বীকে ছেড়ে দেন মাসুদ।

(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test