E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুদ্রানীতি ঘোষণা আজ বৃহস্পতিবার

২০১৬ জানুয়ারি ১৪ ০০:০১:০৮
মুদ্রানীতি ঘোষণা আজ বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার :বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করবে বৃহস্পতিবার আজ।

কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে গর্ভনর ড. আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণা করবেন।

এবারের মুদ্রানীতিতেও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমানো ও ঋণের সুদ হার কমানোর ঘোষণা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ।

চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ ধরেই মুদ্রানীতির ঘোষণা দেওয়া হবে।

সবশেষ মুদ্রানীতিতে বেসরকারি খাতের রপ্তানিমুখী শিল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ না পারলেও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ৩৫ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে।

(ওএস/এস/জানুয়ারি১৪,২০১৬)

স্টাফ রিপোর্টার :বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করবে বৃহস্পতিবার আজ।

কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে গর্ভনর ড. আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণা করবেন।

এবারের মুদ্রানীতিতেও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমানো ও ঋণের সুদ হার কমানোর ঘোষণা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ।

চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ ধরেই মুদ্রানীতির ঘোষণা দেওয়া হবে।

সবশেষ মুদ্রানীতিতে বেসরকারি খাতের রপ্তানিমুখী শিল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ না পারলেও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ৩৫ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে।

(ওএস/এস/জানুয়ারি১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test