E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাজারিবাগে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত

২০১৬ জানুয়ারি ১৪ ১০:০২:৩২
হাজারিবাগে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত

স্টাফ রিপোর্টার :রাজধানীর হাজারীবাগে গতকাল রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু'জন নিহত হয়েছে। আহত অবস্থায় আটক করা হয়েছে আরো তিনজনকে। নিহত দুজন হলো আবদুল্লাহ ওরফে নোমান ও হিরন ওরফে কামাল। তারা জঙ্গি সংগঠন জেএমবির কমান্ডার বলে পুলিশ দাবি করেছে।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, দুটি শ্যুটার গান, একটি গ্রেনেড ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ জানান, পুলিশের অভিযানে গতকাল কামরাঙ্গীরচর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তার করতে রাতে অভিযানে গেলে গুলির ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে ডিবির একটি টিম হাজারীবাগে শিকদার মেডিক্যাল কলেজসংলগ্ন এলাকায় বেড়িবাঁধে পৌঁছার পরপরই গুলি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে পাল্টা গুলি চালায় পুলিশ। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর হামলাকারীরা পিছু হটে। তখন ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আটক করা হয়। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন রাতে বলেন, জঙ্গিবিরোধী অভিযানে রাতে দুটি টিম নিযুক্ত ছিল। একটি টিম রাত সাড়ে ১১টায় হাজারীবাগে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে তারা মেডি ডেন্টাল কেয়ারের ৩ নম্বর রোডে ঢুকে পড়ে।

অস্ত্রধারীরা মোটরসাইকেল ফেলে পাশের মাঠে গিয়ে পুলিশের উদ্দেশে গুলি শুরু করে। তখন পুলিশ পাল্টা গুলি চালায়। এ ঘটনায় নিহতরা গাবতলী ও আশুলিয়ায় পুলিশ হত্যাসহ হামলার ঘটনার আসামি। গ্রেপ্তার হওয়া তাদের অন্য সহযোগীদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় যে দুজনকে পুলিশ হাসপাতালে নিয়েছিল, চিকিৎসকরা রাত সাড়ে ১২টায় তাদের মৃত ঘোষণা করেছেন। হাজারীবাগ থানার ওসি আলিমুজ্জামান গোলাগুলির ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

(ওএস/এস/জানুয়ারি১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test