E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিগগিরই শিক্ষকদের সমস্যার সমাধান করা হবে’

২০১৬ জানুয়ারি ১৪ ১৩:৪৫:৩২
‘শিগগিরই শিক্ষকদের সমস্যার সমাধান করা হবে’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিগগিরই শিক্ষকদের সমস্যার সমাধান করা হবে।
 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, শিক্ষকদের সমস্যা সমাধান সহজ নয়। তারপরও তাদের সমস্যার গ্রহণযোগ্য ও সম্মানজনক সমাধানে কাজ চলছে।

বেতন ও মর্যাদার প্রশ্নে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চতুর্থ দিনের মতো লাগাতার কর্মবিরতি পালন করছেন। শিক্ষক নেতারা আশা করছেন দ্রুত সমস্যার সমাধান হবে।

সকালে দেশের অনগ্রসর এলাকায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি এমন দুই হাজার স্কুলে নিয়োগকৃত ইংরেজি, গণিত ও বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

প্রাইভেট কোচিং নিয়ে যারা বাণিজ্য ও অত্যাচার করছে তাদের হাত থেকে বাঁচার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, সরকার শিক্ষকদের সমর্থন দিয়ে যাচ্ছে। দরিদ্র পরিবার থেকে অনেককে আসছে। প্রকল্পের আওতায় অনেক প্রতিষ্ঠান ভাল ফল করছে। এই সুযোগ যেন পুরোপুরি সদ্যবহার হয় এবং স্কুল ধরে রাখার জন্য যা যা করার সরকার করবে।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় মেধা তালিকা তৈরি করে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ দিলে আরও সম্মানিত হবেন শিক্ষকরা।

(ওএস/এএস/জানুয়ারি ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test