E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্দুকযুদ্ধে নিহত দুইজন হোসনি দালানের হামলাকারী

২০১৬ জানুয়ারি ১৪ ১৬:০৬:৪১
বন্দুকযুদ্ধে নিহত দুইজন হোসনি দালানের হামলাকারী

স্টাফ রিপোর্টার : মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেছেন, রাজধানীর হাজারীবাগে বন্দুকযুদ্ধে নিহত দুইজন পুরান ঢাকার হোসনি দালানে হামলাকারী। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুরান ঢাকা হোসনি দালানে হামলার মূলে ছিল ৬ জন। এদের মধ্যে ৩ জন হামলায় সরাসরি অংশ নেয় এবং বাকি ২ জন ছিল পরিকল্পনায়। এদের মধ্যে ৩ জন গ্রেফতার হয়েছে। বাকি ২ জন ডিবি পুলিশের সঙ্গে বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. আরমান, জাহিদ হাসান রানা ওরফে মুসহাব ও নুর মোহাম্মদ ওরফে লেংড়া মাস্টার। গত রাতে বন্দুকযুদ্ধে নিহত হয় জেএমবির ঢাকা দক্ষিণের সামরিক কমান্ডার কামাল ওরফে হিরণ। ফলে হোসনি দালানের ঘটনায় গ্রেফতারের বাকি থাকলো সজিব নামে আরো একজন।

মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গত রাতে হোসনি দালানে সরাসরি অংশগ্রহণকারী আরমান, জাহিদ হাসান রানা ওরফে মুসহাব ও নুর মোহাম্মদ ওরফে লেংড়া মাস্টারকে গ্রেফতার করা হয়। কামাল ওরফে হিরণ, শাকিল ওরফে মোস্তাক, আব্দুল্লাহ ওরফে নোমান, রিপন, ফারদিন ওরফে সজল ঢাকার হাজারীবাগে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

হাজারীবাগ থানাধীন বারইখালী এলাকাধীন পশ্চিম সুলতানগঞ্জ বেড়িবাঁধ, সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল রোডের সিকদার এস্টেটের বালুর মাঠে পৌঁছলে জেএমবির ছোড়াগুলি ও দেশীয় গ্রেনেড হামলায় ২ পুলিশ সদস্য আহত হন। পুলিশের পাল্টাগুলিতে জেএমবি ঢাকা উত্তরের সামরিক কমান্ডার আব্দুল্লাহ আল নোমান ওরফে আব্দুল্লাহ ও হোসনি দালানে আক্রমণকারী হিরণ আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ কাঠের বাটযুক্ত ২টি ওয়ান সুটারগান, ১টি চাকু এবং ১ টি কালো রং-এর পালসার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৩-০৫৬৮), বিস্ফোরিত গ্রেনেডের কয়েক টুকরা লোহা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা শাহআলী থানার ব্লক নং-এ, নং রোডের ৩নং বাসায় নিয়মিত যেত এবং গ্রেনেড তৈরি ও জঙ্গি প্রশিক্ষণসহ জঙ্গি কার্যক্রম সংক্রান্তে পরিকল্পনা প্রণয়ন করত।

যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম আরো বলেন, হোসনি দালানে হামলায় একজন এবং গাবতলী ও আশুলিয়ায় ২ পুলিশকে হত্যার ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পলাতক তিনজনের ২ জনের স্থান ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। খুব শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার ডিসির (দক্ষিণ) নির্দেশনায় জঙ্গি দমন ও আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আহমেদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

(ওএস/এএস/জানুয়ারি ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test