E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিকেলে বনানী কবরস্থানে ড. আর এ গণির দাফন

২০১৬ জানুয়ারি ১৫ ১২:৩১:১৫
বিকেলে বনানী কবরস্থানে ড. আর এ গণির দাফন

স্টাফ রিপোর্টার :বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় তিনি স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতেই আল-মার্কাজুল ইসলামী হাসপাতালে গোসল করিয়ে মরদেহ স্কয়ার হাসপাতালের মর্গে রাখা হয়।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ড. গণির মরদেহ ধানমন্ডির নিজ বাসভবনে (বাড়ি-৮২৩, রোড-৯/এ) নিয়ে সেখানে কিছুক্ষণ রাখা হবে। পরে দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির সাত মসজিদ রোডের ইদগাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাদ জুমা দুপুর আড়াইটায় নিয়ে যাওয়া হবে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে।

সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। বিকেলে ড. গণির মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

(ওএস/এস/জানুয়ারি১৫,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test