E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে ৫ খুন : নিহতদের মরদেহ হস্তান্তর

২০১৬ জানুয়ারি ১৭ ১৯:১৫:১৭
নারায়ণগঞ্জে ৫ খুন : নিহতদের মরদেহ হস্তান্তর

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আলোচিত একই পরিবারের ৫ জনের ময়না তদন্ত শেষে মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৭ জানুয়ারি রবিবার বিকেলে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

হত্যাকাণ্ডে নিহত তাসলিমার জা লামিয়া বেগমের (২৫) মরদেহ তার স্বামী শরীফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। লামিয়ার মরদেহ দাফন করা হবে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায়।

এছাড়া নিহত ৫ জনের মধ্যে তাসলিমা বেগম (২৮), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫) ও ভাই মোরশেদুলের (২৫) মরদেহ গ্রহণ করেন তাসলিমা বেগমের স্বামী শফিকুল ইসলাম। এ চারজনকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া কবরস্থানে দাফন করা হবে।

এর আগে দুপুরে ১০০ শয্যা হাসপাতালে নিহত ৫ জনের ময়না তদন্ত সম্পন্ন হয়। তখন তিন সদস্য বিশিষ্ট ময়নাতদন্ত কমিটির প্রধান হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান জানান, একই পরিবারের ৫ জনের কারোই গলাকাটা হয়নি। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু তাদের শরীরে কোনো ধরনের চেতনানাশক মিশ্রন ছিল কি-না, সেটা ভিসেরা রিপোর্টের আগে বলা যাচ্ছে না।

তিন সদস্য কমিটির অন্য দু’জন হলেন ওই হাসপাতালের ডা. তোফাজ্জাল হোসেন ও ডা. মফিজউদ্দিন।

উল্লেখ, নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল খানকা মোড় এলাকার ফ্ল্যাট বাড়িতে একই পরিবারের পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার (১৬ জানুয়ারি) রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

(ওএস/অ/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test