E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সাইবার অপরাধ দমনে পূর্ণাঙ্গ আইন হবে’

২০১৬ জানুয়ারি ২৩ ১৫:২৯:৪৯
‘সাইবার অপরাধ দমনে পূর্ণাঙ্গ আইন হবে’

ফেনী প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাইবার অপরাধ দমনে যুগোপোযোগী পূর্ণাঙ্গ আইন করবে সরকার। এ বিষয়ে সংসদের পরবর্তী অধিবেশনে আলোচনা হতে পারে।

শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকসহ দেশের সব স্তরের মানুষকে মত প্রকাশ করার সর্বোচ্চ স্বাধীনতা দিচ্ছে। যে কেউ ইচ্ছা করলেই সরকারের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করছে। যা এরআগে অন্যকোন সরকারের আমলে সম্ভব হয়নি।

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইনগুলোর তথ্য সরকার ফরমের মাধ্যমে সংগ্রহ করছে। নিবন্ধনের বিষয়টি পরবর্তী পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী এসময় দেশীয় চ্যানেলগুলোকে প্রথম সারিতে রাখার জন্য ক্যাবল অপারেটরদের প্রতি আহ্বান জানান।

জাতীয় পার্টির আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্ত্রী বলেন, যার চিত্তে যা লয় তাই আনন্দময়। তারা তাদের রাজনীতির ব্যাপারে ভালো বুঝবে। তাদের রাজনীতির কোনো প্রভাব সরকারে পড়বেনা।

সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে মন্ত্রী বলেন, সরকার এ পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সুরাহা করতে পারেনি।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসদের) ফেনী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার সফিউদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম, ফেনী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতারা।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test