E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‌‘খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের তার আঁচলের নিচে আশ্রয় দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে’

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৮:৩১:৪৯
‌‘খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের তার আঁচলের নিচে আশ্রয় দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে’

মাদারীপুর প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিকদল জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় শ্রমিকজোটের কেন্দ্রীয় সভাপতি এমপি শিরিন আকতার বলেন, বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের তার আঁচলের নিচে আশ্রয় দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, জাসদ মুক্তিযুদ্ধের সংগঠন। ১৪ দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। পাকিস্তানী বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীদেরও বিচারের আওতায় আনা হবে।

শিরিন আকতার মঙ্গলবার বিকেলে মাদারীপুর আচমত আলী খান মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জঙ্গীবাদ ধর্মীয় উগ্রবাদকে পরাজিত করতে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখো। দুর্নীতি-বৈষম্যের অবসান করো, সুশাসন অংশগ্রহণমূলক গণতন্ত্র সমাজতন্ত্রের সংগ্রামে এগিয়ে নাও। মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলো।’ এই শিরোনামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ বজলুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান ও ওবাইদুর রহমান চুন্নু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা জাসদের সভাপতি স.ম. আ. মালেক, জাসদের কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক শফিউদ্দিন মোল্যা প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাজাহান মোল্যা।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test