E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তব রূপ দিতে চলেছেন প্রধানমন্ত্রী’

২০১৬ ফেব্রুয়ারি ০৩ ১৮:৫৪:০৬
‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তব রূপ দিতে চলেছেন প্রধানমন্ত্রী’

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উপহার দিতে চলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বুধবার টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে পোষ্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে পরীক্ষা মূলক ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশেকে ডিজিটাল রূপ দিয়ে দেশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মদক্ষতা ও সঠিক বুদ্ধিমত্তার কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে চলতে শিখেছে। সরকারের কর্মদক্ষতা ও সুফল প্রচেষ্টার ফলে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় অন্য সরকারের চেয়ে অনেক বেড়েছে। অন্য সরকারের আমলে মাথাপিছু আয় ছিল মাত্র ৫৪৩ মার্কিন ডলার, তা বেড়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঠিক দেশ পরিচালনা ও কর্মদক্ষাতায় মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১হাজার ৩১৪ মার্কিন ডলারে। তিনি দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন দেশের মানুষ বর্তমান সরকারকে দু-দুবার ভোট দিয়ে নির্বাচিত করার সুবাদেই আজ দেশে উন্নয়ন করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, দেশের জনগণ যদি আগামীতে এ সরকারকে ক্ষমতায় রেখে দেশের সেবা করার সুযোগ দেয়, তাহলে আগামীতে বাংলাদেশ উন্নয়নে সিংগাপুর মালাশিয়কে ছাড়িয়ে যাবে।

ইতিমধ্যেই দেশের জনগণ বুঝতে পেড়েছে এ সরকারকে পর পর দু’বার নির্বাচিত করার কারণে দেশে অনেক উন্নয়ন করা সম্ভব হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মোহাম্মদ নুরুল কবির, ডাক অধিদপ্তরের মহাপরিচালক প্রভাষ চন্দ্র সাহা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) খন্দকার অতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ক্যাশ কার্ড বিতরণ করেন। এসময় সংসদ সদস্য মাহফুজা মন্ডল রিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নাগরপুর ডাকঘর পুনসংস্কার উদ্বোধন এবং পোষ্ট-ই-সেন্টার হতে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

(আরএসআর/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test