E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্তমান সরকারের সাথে জনগণ রয়েছে : মোহাম্মদ নাসিম

২০১৬ ফেব্রুয়ারি ০৬ ২০:০১:৫৮
বর্তমান সরকারের সাথে জনগণ রয়েছে : মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের গণতন্ত্র ও দলকে সুসংহত এবং সংগঠিত করার স্বার্থেই স্থানীয় সরকারের তৃণমুলের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি আরও বলেছেন, পৌরসভা নির্বাচনের মতোই ইউনিয়ন পরিষদের নির্বাচনও হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহনের জন্য তিনি বিএনপির প্রতি আহবান জানান। বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে সঠিক রাজনীতির পথে হাটতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে আগুন দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে সাধারন মানুষের সমর্থন আদায় করা যায় না।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে নির্মাণাধীন ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

এ সময় মন্ত্রীর সাথে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন সুইট, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা জান্নাত আরা হেনরী তালুকদার, সিভিল সার্জন ডা. প্রীতাম্বর রায়, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের সাথে জনগণ রয়েছে। তার প্রমাণ সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে সাধারন মানুষ আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে সঠিক রাজনীতির পথে হাটতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে আগুন দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে সাধারন মানুষের সমর্থন আদায় করা যায় না। তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলেই তারা নির্বাচনে অংশ নিয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে তারা অংশ নিয়ে অতীতের ভূল স্বীকার করে জনগনের সমর্থন আদায়ের চেষ্টা করবে। জনগণ তাদের ক্ষমা করলে তারা ভোট পাবে। তিনি ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করে এ অঞ্চলের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন।

(এসএস/অ/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test