E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে ৪ শিশু হত্যা : ১০ দিনের রিমান্ডে ২ আসামি

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ১৬:২২:৪৮
হবিগঞ্জে ৪ শিশু হত্যা : ১০ দিনের রিমান্ডে ২ আসামি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনায় আটক দুই আসামিকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুক্তাদির আলম বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাদেরকে রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম আসামিদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ডিবির ওসি মুক্তাদির এসব তথ্য জানিয়েছেন।

আসামিরা হলেন- আব্দুল আলী ও তার ছেলে জুয়েল মিয়া। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই দুই আসামিকে আটক করা হয়।

এদিকে, চা্র শিশুর হত্যার ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

এ ঘটনায় এডিশনাল ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া ও হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র চার শিশুর পরিবারের সাথে দেখা করেছেন। এ সময় তারা ২/৩ দিনের মধ্যেই হত্যা রহস্য উন্মোচন হবে বলে আশ্বাস দেন।

গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় শুভ, তাজেল, মনির ও ইসমাইল।

নিখোজের ৫ দিন পর বুধবার সকালে স্থানীয় বালু উত্তোলনকারী শ্রমিকরা উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ঈসাবিল এলাকায় বালু উত্তোলনের একপর্যায়ে একটি হাত দেখে পুলিশকে খবর দেয়। খরব পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটিচাপা দেওয়া অবস্থায় চার শিশুর লাশ উদ্ধার করে।

নিহত শিশুরা হল- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) ও তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test