E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত

২০১৬ ফেব্রুয়ারি ২৬ ১৭:১৮:৪০
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি : স্বাধীনতা যুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী নড়াইলে বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে পালিত হয়েছে।

বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন নড়াইলে উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় নূর মোহাম্মদের নগরে স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, জেলা পরিষদ প্রশাসন, পুলিশ প্রশাসন, নূর মোহাম্মদ ট্রাস্ট, নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় পুলিশ বাহিনী এই বীরের প্রতি রাষ্ট্রীয় সন্মাননা গার্ড আব অনার প্রদান করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে একটি র‌্যালি বেব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। পরে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মাশরাফি বিন মোর্তজার বাবা গোলাম মোর্তজা স্বপন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব মোঃ আজিজুর রহমান ভুইয়া, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান মুকুল প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগরে) জন্মগ্রহন করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নিহত হন। পরে পার্শ্ববর্তী কাশিপুরে কবর দেওয়া হয়।

(টিএআর/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test