E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেনা, তাদের দিয়ে উন্নয়ন সম্ভব নয়’

২০১৬ মার্চ ০১ ১৮:০৫:৫৫
‘মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেনা, তাদের দিয়ে উন্নয়ন সম্ভব নয়’

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের  মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বহু চড়াই উৎরাই পেরিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেনা তাদেরকে দিয়ে এ দেশের উন্নয়ন করা সম্ভব  নয়।

বঙ্গতাজের মাটিতে ৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহীদদের স্বরণে ১১দিনব্যাপী বইমেলায় যোগদান করতে পেরেছি বলে আমি নিজকে ধন্য মনে করছি। ভাষা আন্দোলনে সকল শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং এ দেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তৎকালীন খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের মরনোত্তর বিচার হওয়া উচিৎ বলে তিনি দাবি করেন । ইতিহাস তার প্রয়োজনে শহীদ তাজউদ্দিনকে খুঁজে বের করবে।

মঙ্গলবার দুপুরে কাপাসিয়ায় বঙ্গতাজ স্মৃতি পাঠাগার আয়োজিত শহরের মরহুম খালেদ খুররম চত্বরে আয়োজিত ১১ দিনব্যাপী বইমেলার সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বঙ্গবন্ধুর অবর্তমানে যাদের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল তাঁদের মধ্যে অন্যতম ছিল কাপাসিয়ার পূণ্যভূমির কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমদ।

তিনি আরো বলেন,২১ কি এবং এর তাৎপর্য কতটুকু এ সংবাদটুকু নুতন প্রজন্মকে জানাতে হবে। বই পড়ে মানুষ জ্ঞানী হয় । বই মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। মেলা উদযাপন কমিটির আহব্বায়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণানালয় সর্ম্পকীত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা নির্বাহি অফিসার আনিসুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, আ‘লীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।

(এসকেডি/এএস/০১ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test