E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট : ঢাকায় আসছে এফবিআই

২০১৬ মার্চ ১৭ ১৮:০৮:০৮
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট : ঢাকায় আসছে এফবিআই

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরির ঘটনা তদন্ত করতে শুক্রবার বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর সদস্যরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে তদন্তকাজ শেষে সিআইডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল আলম সাংবাদিকদের এ কথা বলেছেন।

তিনি বলেন, এফবিআই শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন শেষে সিআইডির সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে সাবেক গভর্নর ড. আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হতে পাবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের বেশকিছু কম্পিউটার জব্দ করা হয়েছে।

এর আগে আজ বিকেলে সিআইডির প্রতিনিধি দল তদন্ত করতে বাংলাদেশ ব্যাংকে যায়। এ সময় তারা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। চুরির বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। গতকাল বুধবারও সিআইডির কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকে গিয়েছিল।

উল্লেখ, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি কোটি টাকা ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাট হয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে মঙ্গলবার গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। ওইদিনই বিকেলে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ টাকা জালিয়াতির ঘটনায় মঙ্গলবার প্রাক্তন গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরো দুজন অর্থনীতিবিদকে সদস্য রাখা হয়েছে। এই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন আকারে বিস্তারিত তুলে ধরবে।

(ওএস/এএস/মার্চ ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test