E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘তোমরাই সেই মানুষ যারা দেশকে এগিয়ে নেবে’

২০১৬ মার্চ ১৮ ১৪:১১:০৩
‘তোমরাই সেই মানুষ যারা দেশকে এগিয়ে নেবে’

চট্টগ্রাম প্রতিনিধি : লেখক ও  অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, তোমরাই সেই মানুষ যারা দেশকে এগিয়ে নেবে। তাই নতুন সহস্রাব্দের সম্পদ অস্ত্র নয়, জ্ঞান। আমি সেই জ্ঞান কারখানার একজন মানুষ। আমার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া।

শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৫৫টি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং কনটেস্টের আঞ্চলিক পর্বের আসরে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, আগে একটা সময় ছিল আমরা অনুপ্রেরণা দিতে ঘুরে বেড়াতাম, বলতাম এটা কোরো এভাবে কোরো, বেড়ে ওঠো। এখন উল্টো। আমি এখন তোমাদের মতো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে ঘুরে বেড়াই। অনুপ্রেরণা পাওয়ার আশায় ছুটে আসি। এই যে সামনে ১২০০ স্টুডেন্ট আছে দেখলে ভালো লাগে, অনুপ্রাণিত হই।

তিনি বলেন, আমি তোমাদের বয়সে কোনো পুরস্কার পাইনি। দৌড়ে ভালো নই, লাফাতে পারতাম না, উচ্চারণে ভালো নই বলে আবৃত্তিতেও পুরস্কার পেতাম না। তাই আজ যারা পুরস্কার পাচ্ছো না আমি তোমাদের দলে। মনে রাখতে হবে পুরস্কার কেবল সব কিছু নয়। আজ সেই পুরস্কার না পওয়া আমি পুরস্কার দিয়ে বেড়াচ্ছি। তোমরাও একদিন সফল হয়ে আমার মতো মেডেল তুলে দেবে। পুরস্কার পাওয়ার চেয়ে পুরস্কার দেওয়ার মজা আরও বেশি। আমি শত-হাজারো পুরস্কার দিয়ে এটি বুঝতে পারছি। তাই যারা এখন সফল না তারা দমবে না বরং আরও অনুপ্রেরণা কাজে লাগিয়ে সফল হবে।

জনপ্রিয় এ বিজ্ঞান লেখক বলেন, ২০৫০ সালে বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে এমন আভাস আমরা পেয়েছি। এই তোমরাই সেই মানুষ যারা দেশকে এগিয়ে নেবে। তোমাদের মতো সাড়ে চার কোটি মানুষ আছে। যারা বাংলাদেশকে বিশ্ব মাঝে তুলে ধরবে অনন্য ভাবে। তোমরাই বাংলাদেশকে বড়লোক বানাবে। একটা অঙ্ক করবে আর বাংলাদেশ বড়লোক হবে। এভাবে একটি ছবি আঁকবে, কবিতা পড়বে, প্রোগ্রামিং করবে আর বাংলাদেশ তোমাদের হাত দিয়ে বড়লোক হতে থাকবে।

তিনি বলেন, ভাবতে পারো তোমাদের মতো সাড়ে চার কোটি ছেলেমেয়ে যখন দেশের দায়িত্ব নেবে সেই বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে! বাংলাদেশকে তখন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি হয়তো তখন থাকব না। কিন্তু উপর থেকে তাকিয়ে দেখব তোমাদের উন্নতি-অগ্রগতি আর দেশের অগ্রযাত্রা।

তোমাদের এখানে সমস্যা সমাধানে সারা বিশ্ব থেকে লোক আসবে একদিন। মঙ্গলগ্রহে স্পেসশিপ পাঠাতে সমস্যা কিংবা বিশ্বসেরা চিকিৎসা সেবার জন্য একদিন বিশ্বের লোক এই দেশে তোমাদের কাছে ছুটে আসবে। তোমরা যে বিষয়ে ভালো অনুভব কোরো সে বিষয়টায় নিজের সেরাটা ঢেলে দাও। সবাইকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন কথা নেই। তবে কম্পিউটার প্রোগ্রামিংটা ছেড়ো না। কারণ এটা বর্তমানে সবখানেই খুব কাজে লাগে।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test