E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হতাশার অন্ধকার কাটিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে’

২০১৬ মার্চ ১৮ ১৮:৩৩:৩৫
‘হতাশার অন্ধকার কাটিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে’

লক্ষ্মীপুর প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক বলছেন, বাংলাদেশকে এখন আর বিশ্বের দরিদ্রতম দেশ বলে না। ১৬ কোটি মানুষের এই দেশ এখন খাদ্যে স্বয়ংসস্পূর্ণ। আমাদের কেন্দ্রীয় ব্যাংকে সঞ্চয় প্রায় সোয়া ২ লাখ কোটি টাকা।

বিএনপি-জামায়াতের আমলে সর্বোচ্চ বাজেট ছিলো ৬৯ হাজার কোাটি টাকা। শেখ হাসিনার বাজেট বাড়তে-বাড়তে এখন ৩ লাখ কোটিতে পৌঁছেছে। আগামীতে সাড়ে ৩ লাখ কোটি টাকার বাজেট হবে। হতাশার অন্ধকার কাটিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে আসছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের মেঘনা নদী ভাঙন কবলিত কলননগর উপজেলায় মাতাব্বরহাট এলাকায় নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজের পরিদর্শণে এসে এক সভায় তিনি এসব কথা বলেন।

কমলনগরে নদী ভাঙান রোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী আছে সারা দেশে, ভাঙনও আছে। সব নদী ভাঙা মানুষের ডাকে আমাদের সাড়া দিতে হয়। প্রধানমন্ত্রী এদেশের মানুষের দুঃখ কষ্ট বুঝেন। কমলনগরে ভাঙন বেশি। এখানে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ হবে। নদী ড্রেজিংয়ের ব্যাপারে মহা পরিকল্পনা চলছে। দেশের ৮টি উপজেলাকে দুর্গত হিসাবে চিহিৃত করা হয়েছে; এর মধ্যে কমলনগরও রয়েছে। অসহায় মানুষের দুঃখ দুর করতে সরকার কাজ করে যাচ্ছে।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু ও স্থানীয় সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

(এমআরএস/এএস/মার্চ ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test