E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস যুক্তরাজ্যের

২০১৬ মার্চ ১৯ ১২:৩৩:৩১
কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস যুক্তরাজ্যের

স্টাফ রিপোর্টার :ঢাকা থেকে লন্ডনে সরাসরি কার্গো বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাগে নয়টায় দিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে টেলিফোন করে এই আশ্বাস দেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে, দুই পররাষ্ট্র মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্য একযোগে কাজ করে যাচ্ছে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীকে আরো জানান, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে একটি ‘উন্নয়ন পরিকল্পনা’ বাস্তবায়নের জন্যে Red Line এবং Restrata নামক বেসামরিক বিমান নিরাপত্তা বিষয়ক দুইটি কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। সহসাই কোন একটি কোম্পানির সাথে এ চুক্তি চূড়ান্ত হবে বলে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশের গৃহিত ‘উন্নয়ন পরিকল্পনা’কে স্বাগত জানান। তিনি এই মর্মে আশ্বাস দেন যে, যুক্তরাজ্য সহসাই ঢাকা থেকে সরাসরি লন্ডনগামী কার্গো এর উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করবে। বাংলাদেশ সরকারের গৃহিত ‘উন্নয়ন পরিকল্পনা’ ও দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষিতে ঢাকা ও লন্ডনের মধ্যে সরাসরি যাত্রিবাহী ফ্লাইট পরিচালনায় কোন ধরনের অসুবিধা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

দুই পররাষ্ট্র মন্ত্রী এই বিষয়ে চলমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।


(ওএস/এস/মার্চ১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test