E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতালে রাজধানীতে নিরাপত্তা জোরদার

২০১৬ মার্চ ২৮ ১০:৫৫:০১
হরতালে রাজধানীতে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার :জামায়াতের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার প্রতিবাদে আজ সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে দলটি।

রবিবার সন্ধ্যার পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশও র‌্যাবের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, হরতালকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। নাশকতা এড়াতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ।

তিনি বলেন, রাজধানীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও করবে পুলিশ।

হরতালের দিন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। পুলিশের পাশাপাশি র‌্যাবও রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, হরতালে যাতে কেউ কোনো নাশকতা চালাতে না পারে সেজন্য র‌্যাবের টহল ও কঠোর নজরদারি থাকবে।


(ওএস/এস/মার্চ২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test