E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধান বিচারপতিকে স্মারকলিপি হেফাজতে ইসলামের

২০১৬ মার্চ ২৮ ১১:৫২:৩১
প্রধান বিচারপতিকে স্মারকলিপি হেফাজতে ইসলামের


স্টাফ রিপোর্টার :সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার সকাল পৌনে ১১ টায় সুপ্রিম কোর্টের রেজিস্টার কার্যালয়ে এসে স্মারকলিপি দেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়টি দেশের সংখ্যাগরিষ্ঠ আবেগ অনুভূতির সঙ্গে জড়িত। দীর্ঘ ২৮ বছর যাবত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পুনঃউদ্যোগ এদেশের ধর্মপ্রাণ জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত গ্রহণ করা হয় তা হবে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতের শামিল। ধর্মীয় অধিকার রক্ষায় দেশের ধর্মপ্রাণ জনতার পক্ষে কঠোর আন্দোলন করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এর ফেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটলে তার দায়িত্ব তাওহিদী জনতা বহন করবে না।

সেখানে আরো বলা হয়, রাষ্ট্রধর্ম ইসলাম সংক্রান্ত রিট মামলাটি শুনানির জন্য দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষে সরকারের আইন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পদক্ষেপ একান্ত জরুরি। হেফাজতে ইসলাম আশা করে আইন মন্ত্রণালয় সংখ্যাগরিষ্ঠ জনগণের বিশ্বাস ও অনুভূতি রক্ষায় আদালতে রায় কার্যকরে ভূমিকা পালন করে।

সকালে ঢাকা মহানগরীর যুগ্ম-মহাসচিব ফজলুল হক কাসেমী, সদস্য সচিব মজিবুর রহমান হামেদি ও ঢাকা মহানগরের আহ্বায়ক আল্লামা নূর হোসেন কাসেমিসহ নয় থেকে দশজন নেতা রেজিস্টার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতিকে এই স্মারকলিপি দেন। রেজিস্টার জেনারেলের একান্ত সচিব আতিকুল সামাদ এই স্মারকলিপি গ্রহণ করেন।



(ওএস/এস/মার্চ২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test