E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আদালতের রায়ে দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি’

২০১৬ মার্চ ২৮ ১৫:১৭:৫৩
‘আদালতের রায়ে দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি’

স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সর্বোচ্চ আদালতের জরিমানার রায়ে দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে দুই মন্ত্রীকে যে জরিমানা করা হয়েছে, তাতে সংবিধানের কোনো ধারা লঙ্ঘিত হয়নি। সেই সঙ্গে তাদের শপথ ভঙ্গ হয়নি। এ কারণে তাদের পদত্যাগ করতে হবে না ।

তারা যদি পদত্যাগ করেন তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান আইনমন্ত্রী।

প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার দায়ে রবিবার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার করে জরিমানা করেছেন সুপ্রিম কোর্ট। তাদেরকে সাতদিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনকে দিতে হবে।

এ রায়ের পরই তাদের মন্ত্রিত্ব থাকা না থাকা নিয়ে প্রশ্ন ওঠে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত থাকা না থাকা নিয়েও আলোচনা ওঠে।

(ওএস/এএস/মার্চ ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test