E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘সব ধরনের নারী নিপীড়ন প্রতিরোধে বর্তমান সরকার আন্তরিক’

২০১৬ মার্চ ৩০ ১৬:২৭:৫৩
‘সব ধরনের নারী নিপীড়ন প্রতিরোধে বর্তমান সরকার আন্তরিক’

সিলেট প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, সব ধরনের নারী নিপীড়ন প্রতিরোধে বর্তমান সরকার আন্তরিক। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বেলা পৌনে ২টায় সিলেটের দরগায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধে নতুন কোনো আইনের দরকার নেই, বিদ্যমান আইনেই এসব অপরাধের বিচার করা সম্ভব।’

স্পিকার আরও বলেন, ‘সব ধরনের নারী নিপীড়ন প্রতিরোধে বর্তমান সরকার আন্তরিক। তনুর হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি দিতেও সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’

এরআগে বেলা ১২টায় একদিনের সফরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

স্পিকার শিরিন শারমিনকে ওসমানি বিমান্দরে স্বাগত জানান, ইমরান আহমদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জাতিসংঘের সাবেক স্থায়ী সদস্য ড. একেএম আবদুল মোমেন, সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

পরে স্পিকার হযরত শাহজালাল (রহ.) এর মাজারে যান। সেখানে নামাজ আদায় ও কিছু সময় ইবাদত বন্দেগি করেন।

বেলা সোয়া ২টায় স্পিকার শিরিন শারমিন হোটেল রোজভিউতে যান। সেখানে মধ্যাহ্নভোজ সেরে সিলেটের বালাগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

আজ বিকেল সাড়ে চারটায় বালাগঞ্জ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। পরে সেখান থেকে হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন।

হবিগঞ্জ জেলার বাহুবলে ডি প্যালেস রিসোর্টে তিনি রাত্রীযাপন করবেন। পরদিন সকালে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন বলে জানা গেছে।

(ওএস/এএস/মার্চ ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test