E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো ১২টি দ্বিপক্ষীয় চুক্তি

২০১৬ এপ্রিল ০২ ১০:৫৯:১৪
যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো ১২টি দ্বিপক্ষীয় চুক্তি

নিউজ ডেস্ক :অর্থপাচার প্রতিরোধ ছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো ১২টি দ্বিপক্ষীয় চুক্তি ও এমওইউ স্বাক্ষরের প্রস্তাব রয়েছে বাংলাদেশের। এর মধ্যে বিমান এবং সাইবার নিরাপত্তা বা তথ্যপ্রযুক্তি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ও রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার এবং ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার জন্যও এমওইউ স্বাক্ষরের বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এসব চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। চুক্তি স্বাক্ষরের সম্ভাব্যতা যাচাই করতে পররাষ্ট্রসচিব শহীদুল হকের সভাপতিত্বে আগামী ৬ এপ্রিল আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে মন্ত্রণালয়।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মোট ১৩টি বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এসব চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করতে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে।

এসব চুক্তির আওতায় কোন ধরনের সহযোগিতা নিশ্চিত হবে, তা বলতে অস্বীকৃতি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্রসচিব ৪ এপ্রিল দেশে ফিরবেন। এর পরই আন্তমন্ত্রণালয় বৈঠকে চুক্তিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রস্তাবে দুই দেশের মধ্যে ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, দক্ষ জ্বালানি ব্যবস্থাপনা, দুই দেশের বিভিন্ন শহরের মধ্যে ট্রাফিক ও আবর্জনা ব্যবস্থাপনা বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষণাপত্র বিনিময়, সাংস্কৃতিক সহযোগিতা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রদ্বয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে।

২০১৪ সালের নির্বাচনের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের রাজনৈতিক সম্পর্কে ভাটা পড়ে। ওই অবস্থার মধ্যে ২০১৩ সালের এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসে পড়ার পর একই বছরের জুনে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। জিএসপি পুনর্বহালের আশায় ২০১৩ সালের ২৫ নভেম্বর ওয়াশিংটনে গিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এটিই যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাংলাদেশের সর্বশেষ কোনো চুক্তি। ঢাকা ও ওয়াশিংটনে এই ফোরামের দুটি বৈঠক হলেও জিএসপি পুনর্বহালের আশ্বাস না মেলায় এ চুক্তি অকার্যকর হয়ে পড়ার আশঙ্কার কথা একাধিকবার বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।



(ওএস/এস/এপ্রলি০১,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test