E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে জনশক্তি’

২০১৬ এপ্রিল ০২ ১৭:১১:৩০
‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে জনশক্তি’

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে জনশক্তি। প্রায় ১ কোটি জনশক্তি দেশের বাইরে অবস্থান করছেন।

বিদেশ থেকে তাদের মাধ্যমে প্রতি বছর ১৫ বিলিয়ন ডলার আয় হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির ভিত এখন আরো শক্তিশালী। তিনি বলেন, এখন আমাদের আর বিদেশের কাছে হাত পাততে হয়না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রেমিট্যান্স বাড়ছে। আউটসোর্সিং এর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। বেকারত্ব দূর হচ্ছে। ঘরে বসে ডলার আসছে। যা ডিজিটাল বাংলাদেশের সাফল্যর বড় একটি উদাহরন।

শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের পর্যটন পার্কের পাশে পেট্রোবাংলা এলাকায় ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইমপ্যাক্ট সিকিউরিটি ইন্টারন্যাশনাল কানাডা ও এলকে ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেইনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, সিংড়া এলাকায় ইকবাল-আজাদ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে চলনবিল মানুষের দৌড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া হবে। বেকারত্ব কমবে। মেধাবী ছেলে মেয়েদের জন্য এই মেডিকেল কলেজ হবে মাইলফলক। চলনবিল এলাকার সন্তানরা ডাক্তার হবে, স্বল্পমূল্য সেবা দিবে।

তিনি বলেন, ইতিমধ্যে সিংড়া উপজেলার আউটসোর্সিং এর মাধ্যমে এবং ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ২ হাজার যুবকের বেকারত্ব দুর হয়েছে। উপজেলায় ২টি হেলথ ইনস্টিটিউট, ২টি অনার্স কলেজ প্রতিষ্ঠা লাভ করেছে। কৃষি ডিপ্লোমা হয়েছে। টেক্রটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলছে। চলনবিলের মানুষ আর কারও কাছে হাত পাতে না। বর্তমান সরকার এই এলাকায় ১৪ কিঃমিঃ রাস্তা নির্মাণ করেছে যার মাধ্যমে উন্নয়ন হয়েছে, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ব্রিটিশ ইনভেস্টমেন্টের সিইও মাইকেল বেরী, ব্রিটিশ ইনভেস্টর মিষ্টার মেইয়ার, কনস্যাল্ট্যান্ট ড. এম এন ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদ,সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকির প্রমুখ।

অনুষ্ঠানে গভর্নিং বডির চেয়ারম্যান এড, সাইদুর রহমান সৈকত, সুপ্রিম কোটের এডভোকেট ইউসুফ আলী, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক এড মজিবর রহমান মুন্টু, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী আকবর, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানাসহ সিংড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারী বিভিন্ন অফিসের কর্তকর্তা, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদ জানান, চলনবিল এলাকার শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং তৃনমূলের মানুষের চিকিৎসা সেবার লক্ষ্যে চলনবিলে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপিত হচ্ছে।

কানাডার উন্নয়ন সংস্থার অর্থায়নে এই হাসপাতালটি ৩০০শয্যা বিশিষ্ট হবে। যা চলনবিল অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য অগ্রনী ভূমিকা পালন করবে। এছাড়া হাসপাতালটি স্থাপিত হলে বিনামূল্যে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এছাড়া শিক্ষা ক্ষেত্রেও প্রসার ঘটবে।

(এমআর/এএস/এপ্রিল ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test