E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে বের হচ্ছে ’জনগল্প ৭১’

২০১৬ এপ্রিল ০৩ ১৬:২৬:২৯
মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে বের হচ্ছে ’জনগল্প ৭১’

নিউজ ডেস্ক :‘যুক্ত’-র পক্ষ থেকে ‘জনগল্প ৭১’ নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষের (যাঁদের বয়স বর্তমানে ৫০-এর উপরে)মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতা লিপিবদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংগৃহীত লেখাসমূহ থেকে নির্বাচিত লেখা নিয়ে গ্রন্থ প্রকাশ হবে- এর পরবর্তি ধাপ। লিপিবদ্ধ এই অভিজ্ঞতা মুক্তিযুদ্ধ-পরবর্তি প্রজন্মের জন্য স্বাধীনতার ইতিহাস বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । 

দেশের সকল জেলার উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন স্থানে পরিচিত নির্ভরযোগ্য ব্যক্তিকে স্থানীয়ভাবে সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে।

যুক্ত-র পক্ষে এই প্রকল্পটি সমন্বয় করছেন ঊর্মি লোহানী। ঊর্মি লোহানী,সমন্বয়কারী,জনগল্প ’৭১, যুক্ত/৪৪/শহীদ তাজউদ্দীন আহমদ সরণী,তেজগাঁও, ঢাকা.ফোনঃ ০১৭৫৫৬৮০৭৫৫
ই-মেইলঃ [email protected]নিম্নলিখিত ঠিকানায় তার সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে ।-প্রেস বিজ্ঞপ্তি

(ওএস/এস/এপ্রিল০৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test