E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিজিএফ বাতিল, আসছে ভিজিডি কার্ড

২০১৬ এপ্রিল ০৪ ১৭:১২:৩৭
ভিজিএফ বাতিল, আসছে ভিজিডি কার্ড

স্টাফ রিপোর্টার : ‘দুস্থ গোষ্ঠীর খাদ্যসহায়তা (ভিজিএফ) কার্ড বাদ দেওয়‍ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্ডের পরিবর্তে পল্লী রেশনিং প্রকল্পের আওতায় দুস্থ গোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) কার্ড চালু করা হবে। গ্রামাঞ্চলের হতদরিদ্র ৫০ লাখ পরিবারের কাছে সুলভ মূল্যে চাল অথবা গম সরবরাহের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম চালু করা হবে।’

সোমবার সচিবালয়ে ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটির বৈঠক শেষে নিজ কার্যালয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি বছরের জুলাই থেকে ৫ মাসের জন্য এ বিশেষ ব্যবস্থা চালু করবে সরকার। ভিজিডি কার্ডধারীরা প্রতিমাসে সূলভ মূল্যে ৩০ কেজি চাল অথবা গম কিনতে পারবেন। কার্ড বিতরণের জন্য আগামী তিনমাসের মধ্যে প্রক্রিয়াও ঠিক করা হবে।

‘এ কার্ড বিতরণে যাতে কোনো রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি না হয় সে বিষয়েও সরকার সচেষ্ট থাকবে। প্রত্যেকটি উপজেলার ইউএনও-রা এ প্রকল্প তদারকি করবেন,’ বলেন খাদ্যমন্ত্রী

(ওএস/এএস/এপ্রিল ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test