E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'হত্যার মহোৎসব বন্ধ ও খুনীদের শাস্তির দাবি'

২০১৬ এপ্রিল ০৫ ১৪:৪৯:২৪
'হত্যার মহোৎসব বন্ধ ও খুনীদের শাস্তির দাবি'

স্টাফ রিপোর্টার : স্বাধীন সার্বভৌম বাংলাদেশে হত্যার মহোৎসব অনতিবিলম্বে বন্ধ এবং খুনী-ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি।

মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলা ছাত্রলীগ কর্তৃক ‘ওয়াসিম-রাজিব-ইয়াছিন’র খুনী সাজুকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও দেশের সুর্য সন্তান একের পর এক নরশুদের দ্বারায় খুন হচ্ছে, ধর্ষিত হচ্ছে আমাদের মা-বোন যা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। আর এই হত্যার মহোৎসব অচিরেই বন্ধ এবং খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে না পারলে হয়’ত এই লাশের মিছিলে আমাদের কারো না কারো মহদেহ খুজে পাওয়া যাবে।

তিনি আরো বলেন, ২২ মার্চ বর্বরোচিত ভাবে নোয়াখালী জেলা ছাত্রলীগকর্মী ওয়াসিম-রাজিব-ইয়াছিনকে পর পর তিনটি বুলেটে বুক ঝাজড়া করে হত্যা করলেও সেই নরঘাতক সাজুকে আমাদের পুলিশ প্রশাসন গ্রেফতার করতে এখনও ব্যর্থ। যা সর্বমহলে পুলিশের আন্তরিকতা ও দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের উদয় হয়েছে।

অনতিবিলম্বে খুনী সাজুকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে উক্ত মানববন্ধন থেকে জানানো হয়।

জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা এড. জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ কর্মী রাব্বি চৌধুরী, মহসিন হল ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. নাজিম, যিতু, আশিক, সোহাগসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test