E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রবীন্দ্রনাথের তরবারি চুরি,  তদন্ত টিমের ঘটনাস্থল পরিদর্শন

২০১৬ এপ্রিল ০৫ ১৫:৫০:০৫
রবীন্দ্রনাথের তরবারি চুরি,  তদন্ত টিমের ঘটনাস্থল পরিদর্শন

কুষ্টিয়া প্রতিনিধি : এবার শিলাইদহ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তরবারি চুরি হয়েছে। শিলাইদহে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকেই চুরি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই দুটি তরবারি।

রবিবার ০৩ এপ্রিল দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানানো হয়।

তরবারী চুরির ব্যাপারে ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেচুর রহমান।

কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেচুর রহমান জানান, গত ৩০ মার্চ বিকেল পাঁচটার দিকে প্রতিদিনের মতো কুঠিবাড়ির সব কক্ষ বন্ধ করে প্রধান ফটক সিলগালা করে তিনি সরকারি কাজে খুলনায় চলে যান। এ সময় লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান বাকী বিল্লাহ দায়িত্বে ছিলেন। পরদিন ৩১ মার্চ সকালে তিনি জানতে পারেন কুঠিবাড়ির দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষ থেকে আলমারিতে রাখা পাঁচটি তরবারির মধ্যে দুটি পাওয়া যাচ্ছে না। ওই আলমারির তালাও ভাঙা অবস্থায় দেখতে পান।

বিষয়টি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে কাস্টোডিয়ান মখলেচুর রহমান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান তিনি। একই সঙ্গে শিলাইদহে ফিরে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন।

তিনি আরো জানান, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, শিলাইদহ কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত দুইটি তরবারী হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কুমারখালী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। বর্তমানে তরবারী দুটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, তরবারি চুরির ঘটনার সঙ্গে কুঠিবাড়ির কর্মকর্তারা জড়িত থাকতে পারেন। কারণ কুঠিবাড়ির চারদিকে সিসি ক্যামেরা আছে। তবে ঘটনার দিন বৃষ্টির কারণে সিসি ক্যামেরা বন্ধ থাকার সুযোগ কেউ কাজে লাগিয়েছে।

স্থানীয় সূত্র মতে, কুঠিবাড়ির চারদিকে সীমানা দেয়া সুরক্ষিত ভবন থেকে কীভাবে তরবারি চুরি হলো, তা নিয়ে ধূমজাল সৃষ্টি হয়েছে। ঘটনার সময় প্রধান ফটক সিলগালা করা ছিল। কুঠিবাড়ি চত্বরে স্থায়ী একটি আনসার ক্যাম্পও রয়েছে। সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিরাপত্তাকর্মী ছাড়াও ১০ সদস্যদের একটি আনসার ক্যাম্প আছে। তাদের কাছে অস্ত্রও থাকে।

এ ব্যাপারে আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) বাবুল মন্ডল জানান, আমরা কুঠিবাড়ীর মূল ভবনের দায়িত্বে থাকি না। মূল ভবনের দায়িত্বে থাকে প্রতœতত্ত্ব অধিদপ্তরের নিরাপত্তাকর্মীরা।

তবে তিনি আরো জানান, ঐ রাতের কোনো এক সময় হয়তো তরবারি দুটি চুরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে।

এদিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহে রক্ষিত তরবারী চুরির ঘটনা মেনে নিতে পারছেন না সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাসহ কুষ্টিয়াবাসী।

এ ব্যাপারে কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মী গৌতম কুমার রায় জানান, ‘কুঠিবাড়ির চারদিকে কঠোর পাহারা দেয়া হয়। এর মধ্যে থেকে সেই তরবারি চুরি হয়ে যাওয়া খুবই লজ্জাজনক।’

‘শর্ষের মধ্যে ভূত আছে’ উল্লেখ করে তিনি আরো জানান, এর আগে পশ্চিমবাংলার বীরভুম জেলার বোলপুরে শান্তিনিকেতনে রাখা ছিলো রবীন্দ্রনাথের নোবেল বিজয়ী পুরস্কার। সেটাও চুরি হয়েছে। আবার তার মতো এই কুঠিবাড়িতে দর্শনার্থীদের জন্য রাখা তরবারি চুরির পেছনে কোনো আন্তর্জাতিক চক্র থাকতে পারে। সরকার জোর পদক্ষেপ নেবে বলে আশা রাখি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ির দ্বিতীয় তলায় রক্ষিত পাঁচটি তরবারির মধ্যে দুটি তরবারি চুরির ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোমবার বিকেল ৪টায় তারা কুঠিবাড়ির মূল ভবনের দ্বিতীয় তলার ২০১নং কক্ষটি ঘুরে পরিদর্শন করেন।

এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রশাসনিক বিভাগের প্রধান উপ-পরিচালক গাজী ওয়াসিউল হক এর নেতৃত্বে ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

পর্যবেক্ষণ শেষে কমিটির প্রধান গাজী ওয়াসিউল হক সংবাদকর্মীদের জানান, আগামী ৩ থেকে ৫দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরো জানান, সবগুলি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিচ্ছিদ্র নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে এরকম একটি সুরক্ষিত এলাকা থেকে কিভাবে তরবারি চুরির ঘটনা ঘটল? ঘটনার দিন সেখানে স্থাপিত ক্লজসার্কিট ক্যামেরা কেন বন্ধ ছিল? এখানে দায়িত্বরতদেরকে কোন অবস্থায় ছিল এর সবকিছুই বিশ্লেষন করে দেখা হবে এবং যে কোন মূল্যে খোয়া যাওয়া তরবারি উদ্ধার করা হবে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের কাছে কাস্টোডিয়ান মখলেচুর রহমানের করা জিডির কথা উল্লেখ করে জানান, যেহেতু এখন কোন মামলা হয়নি সে কারণে তরবারি উদ্ধারে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে জিডির সূত্র ধরেই পুলিশ আইনী প্রক্রিয়ায় তদন্ত করছে।

উল্লেখ্য গত বুধবার বিকেল থেকে পরের দিন বৃহষ্পতিবার সকাল নয়টা সময়কালের মধ্যে যেকোনো সময়ে শিলাইদহ কুঠিবাড়ির দ্বিতীয় তলার ২০১ নং কক্ষের একটি আলমারিতে রক্ষিত ৫টি তরবাড়ির মধ্যে ২টি তরবারি চুরির এ ঘটনা ঘটে।

(কেকে/এএস/এপ্রিল ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test