E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ইসির প্রতি আমাদের পূর্ণ অাস্থা তারা সুবিবেচনা করবে’

২০১৬ এপ্রিল ০৬ ১৪:১৫:০২
‘ইসির প্রতি আমাদের পূর্ণ অাস্থা তারা সুবিবেচনা করবে’

স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতীক নিয়ে দু'পক্ষের দ্বন্দ্ব নিরসনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন এ শুনানি করে। বেলা সোয়া ১১টার দিকে যা শুরু হয়ে শেষ হয় পৌনে ১টার দিকে। এতে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

শুনানি শেষে ইনু সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন আমাদের শুনানিতে আহ্বান করেছিলো। এর আগে মঙ্গলবার আমরা আমাদের দলের কাউন্সিলের দলিলাদি ইসিতে হস্তান্তর করেছি। এ নিয়েই আজ কিছু প্রশ্নোত্তর হয়েছে। ইসির প্রতি আমাদের পূর্ণ অাস্থা তারা সুবিবেচনা করবে।

এদিকে, বেলা তিনটায় শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন অপর অংশটির শুনানি করবে ইসি।

সম্প্রতি জাসদের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধের জেরে আম্বিয়ার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে পৃথক কমিটি ঘোষণা করা হয়। এরপর চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে উভয় পক্ষই তাদের সমর্থিত প্রার্থীকে প্রতীক হিসেবে 'মশাল' দেওয়ার দাবি জানায়। এমন পরিস্থিতিতে ‘মশাল’ প্রতীক কার হাতে যাচ্ছে তা নির্ধারণে এ শুনানি করছে ইসি।

বিকেল ৩টায় অন্য অংশের সভাপতি মঈনুদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের শুনানি করবে সংস্থাটি।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test