E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আলোকিত মানুষই পারে আলোকিত দেশ গড়তে’

২০১৬ এপ্রিল ০৬ ১৭:৫৯:১৮
‘আলোকিত মানুষই পারে আলোকিত দেশ গড়তে’

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির অডিটরিয়াম এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম,পি একাডেমির কার্যনির্বাহী কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বুধবার।

মতবিনিময় সভায় বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সভাপতি ও নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ ফকরুল ইসলাম ফিরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, পৌর মেয়র হাজী মাওলানা আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের স্বার্থ সংরক্ষণে সরকার বদ্ধ পরিকর, তিনি বলেন মানবতার পক্ষে যে কোন ধর্মের মানুষ সংস্কৃতি চর্চ্চায় অসাম্প্রদায়িক চেতনায় আলোকিত মানুষই পারে আলোকিত দেশ গড়তে। বিশেষ অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন দুর্গাপুরে শিল্পকলা একাডেমীর জন্য খুব শীঘ্রই একটি ভবন নির্মাণ করা হবে। মত বিনিময় শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর শিল্পীরা তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মন্ত্রী সকালে সীমান্তবর্তী বিজয়পুরের স্থলবন্দরসহ দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন ।

(এনএস/এএস/এপ্রিল ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test