E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দক্ষিণ এশিয়াকে ক্ষুধামুক্ত করতে প্রধানমন্ত্রীর প্রত্যয়

২০১৬ এপ্রিল ০৭ ১৩:৪৭:০৯
দক্ষিণ এশিয়াকে ক্ষুধামুক্ত করতে প্রধানমন্ত্রীর প্রত্যয়

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যকার সমস্যাগুলো প্রায় একই। সমউদ্যোগে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলেই এসব সমস্যা মোকাবেলা করা সম্ভব। আর এর জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

সার্ক সিড ব্যাংক ও ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কোনো দুর্যোগ-দুর্বিপাকে আমরা যেন একে অপরের সহযোগিতা করতে পারি, সেজন্য সার্ক সিড ব্যাংক এবং ফুড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। আর এর জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সার্ক কৃষিমন্ত্রী সম্মলনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test