E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নারী ও শিশু হত্যাকাণ্ডের তদন্ত দৃঢ়তার সঙ্গেই হচ্ছে’

২০১৬ এপ্রিল ০৭ ১৫:০৩:২৩
‘নারী ও শিশু হত্যাকাণ্ডের তদন্ত দৃঢ়তার সঙ্গেই হচ্ছে’

স্টাফ রিপোর্টার : কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু হত্যাসহ নারী ও শিশু হত্যাকাণ্ডের তদন্ত দৃঢ়তার সঙ্গেই হচ্ছে। এসব ঘটনার তদন্তে অগ্রগতিও রয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এ কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে চারজন নিহত হওয়া প্রসঙ্গে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কেবল পুলিশের গুলিতেই মরেনি, ছররা গুলিতেও মরেছে।

এ ঘটনায় অধিকতর তদন্ত হচ্ছে। পুলিশ সদস্যরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

গ্রামবাসীদের নামে মামলা দেওয়া হলো কেন? এমন প্রশ্নের জবাবে আমির হাসেন আমু বলেন, যাই হোক, অধিকতর তদন্ত হচ্ছে। এ সবকিছুর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে শিল্পমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test