E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাঁশখালী বিদ্যুৎ প্রকল্প বাতিলে ২৫ ঘণ্টার আল্টিমেটাম

২০১৬ এপ্রিল ০৯ ০৮:৪৫:৩৫
বাঁশখালী বিদ্যুৎ প্রকল্প বাতিলে ২৫ ঘণ্টার আল্টিমেটাম

চট্টগ্রাম প্রতিনিধি : বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলে সরকারকে ২৫ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি’। শুক্রবার বিকেল ৫টায় প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটামের ঘোষণা দেন স্থানীয় ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী।

তিনি বলেন, ‘বেনিয়া কোম্পানি এস আলমের বিদ্যুৎকেন্দ্র বন্ধে সরকারকে চার দিনের সময় দিয়েছিলাম। কিন্তু আজ আর কোনো কর্মসূচি দিচ্ছি না। আরো একদিন বাড়িয়ে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিলাম।’

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণে শোক ও বিদ্যুৎপ্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য তিনি এ কথা বলেন।

লিয়াকত আলী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, বল এখনো মিডফিল্ডে আছে। এটি একটি নির্দলীয় জনগণের আন্দোলন। এই বল যদি কোনো সরকারবিরোধী পক্ষ নিয়ে সরকারের জালে ঢুকিয়ে দেয়, তাহলে পরিস্থিতি কি হবে তা আপনি ভেবে দেখুন।’

বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির এ নেতা সোমবারের সংঘর্ষের কথা উল্লেখ করে বলেন, ‘অনেক হয়েছে আর নয়। সোমবারের হামলায় গ্রামবাসী মার খেয়েছে, এবার আর তা হবে না, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন। এবার হবে প্রতিরোধ। সরকার মহাশয়কে বলেছি, আগামী শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে বিদ্যুৎপ্রকল্প বাতিলে সিদ্ধান্ত নিন। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

গ্রামবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এবার আর মার খাবো না, এবার প্রতিরোধ হবে। সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ হবে। আপনারা কাফনের কাপড় নিয়ে প্রস্তুত থাকবেন। যে কোনো কর্মসূচির ডাক এলে কাফনের কাপড় পড়ে চলে আসবেন। আমরা মরতে শিখে গেছি, কেউ আর রুখতে পারবে না। এ আন্দোলনের জন্য আমার জীবনকে বাজি রাখলাম।’

এদিকে শুক্রবার বেলা ১২টার দিকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা তারা করেন। পরে হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন ও সংহতি সমাবেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, কবি ও সাংবাদিক আবুল মোমেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহ আলম প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test