E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘এদেশে মৌলবাদ সৃষ্টিকারীদের ঠাঁই নাই’

২০১৬ এপ্রিল ১৬ ১৫:৪৫:৫১
‘এদেশে মৌলবাদ সৃষ্টিকারীদের ঠাঁই নাই’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, যারা অশান্তি, অরাজকতা, ধর্মান্ধ মৌলবাদ সৃষ্টি করছে তাদের ঠাঁই এদেশে নাই। সরকার আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন আধুনিক জাতি চায়। সরকার সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

শনিবার ঈশ্বরদী সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত সম্প্রসারিত দ্বিতল নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, প্রত্যেকে নিজের জীবনকে গড়লেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়ে যাবে। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের এলাকায় উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করলে ২০১৯ সালেই এদেশ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তিনি সরকারের রূপকল্প বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার জন্য সুন্দর, মনোরম ও নির্মল পরিবেশ করে দিতে সরকার সারাদেশে বিদ্যালয় ভবনগুলো আধুনিকভাবে গড়ে তুলছে। আজকের শিশু-কিশোর ও যুবদেরকে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে। এসময় মন্ত্রী শতভাগ পাশ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, শতফুল একসঙ্গে ফুটতে হবে, বিকশিত হতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জননেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এ পাঁচটি মৌলিক অধিকার বাস্তবায়ন করার নির্দেশ দিয়ে গেছেন। কেউ ইংল্যান্ড আমেরিকায় চিকিৎসার জন্য যাবে, আর কেউ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে তা হতে পারে না। কেউ গাছতলায় অথবা অন্যের আশ্রয়ে থাকবে তা হতে পারে না।

জানুয়ারির ১ তারিখেই প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে সরকার নতুন বই তুলে দিয়েছে। মেয়েদের শিক্ষার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছে। কোনো সরকারই এর আগে শিক্ষার এমন মানোন্নয়ন ঘটাতে পারে নাই। সরকার সারাদেশে শিক্ষার পরিবেশ করে দিচ্ছে।

উল্লেখ্য, ভূমিমন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৬৯ লাখ টাকা ব্যয়ে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দোতলা ভবন উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বশির আহমেদ বকুল।

পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার শাহাপুর গ্রামে ১৯৭১ সালের ২রা মে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নিহত ৩৭ জন শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন। এরপর তিনি আওতাপাড়ায় ৮৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত সাহাপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন করেন।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test