E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এমপিদের কোনো তোয়াক্কাই করছে না পুলিশ’

২০১৬ এপ্রিল ২৫ ১৮:৪২:০৬
‘এমপিদের কোনো তোয়াক্কাই করছে না পুলিশ’

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘পুলিশ এমপিদের কোনো তোয়াক্কাই করছে না। তারা মনে করছে, এমপি আবার কে? পুলিশ কি এমপিদের ঊর্ধ্বে? এমপি না থাকলে একটা দেশ থাকে না। দেশ না থাকলে পুলিশও থাকে না।’

রাজশাহীতে সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনায় পুলিশ কোনো মতামত না নেওয়ায় রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

এমপি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য সক্রিয় হন। তা না হলে দায়িত্ব পালনে বাধ্য করা হবে।’

বাদশা বলেন, ‘রাজশাহীর আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। একের পর এক হত্যা ছাড়াও বড় ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালনে সক্রিয়তা দেখাতে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘আমার সাথে কোনো পরামর্শ করেনি। দিক নির্দেশনা নেওয়ার প্রয়োজনও বোধ করেনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কর্মতৎপরতা নিয়ে কথা বলবেন বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুজ্জহা প্রমুখ।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসা মাত্র ১০০ গজ দূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। এ ঘটনায় তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে শনিবার বিকালে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত নাইস ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের কক্ষ থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়।

(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test