E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড উদ্বেগজনক’

২০১৬ এপ্রিল ২৮ ১৫:৩০:১৪
‘অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড উদ্বেগজনক’

সিলেট প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডটি উদ্বেগজনক। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আমরা উদ্বিগ্ন। যথাসম্ভব তদন্ত করে দোষীদের বিচারের সম্মুখীন করার জন্য পুলিশবাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রবল জনমতও গড়ে তোলা দরকার।

বৃহস্পতিবার সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের তো আর নিজস্ব কোনো বাহিনী নেই। তবে এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, এ জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক মানুষ যাতে আইনের মাধ্যমে সুরক্ষিত থাকতে পারে, আইনের শাসন যেন সমাজে প্রতিষ্ঠিত হয়— এ জন্য বর্তমান সরকার নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের অনেক ক্ষেত্রে পশ্চাৎপদতা রয়েছে, তবে বিচার ব্যবস্থা ইতিমধ্যেই আন্তর্জাতিক মানে পৌঁছেছে। একটি দেশের বিচারব্যবস্থা যত উন্নত হয়, সে দেশ জাতি হিসেবে ততই সভ্য হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সিলেট জেলা কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারি। এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হীরু, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ও দমন আদালতের বিচারক মফিজুর রহমান ভূইঞা, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক বিমল শিকদার, সিলেটের সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন সিরাজ, সরকারি কৌঁসুলি খাদিমুল মিল্লাত জালাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সামিউল আলম, সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test